দিন বদলায়,সময় বদলায়
বদলায়না মানুষ
বদলায় শুধু মানুষের খোলস
কথা দাও-
এবার বদলাবো আমরা

বদলাও নিজেকে,বদলাও স্বভাব
বদলাও চলন,বলন
বদলাও গতি প্রকৃতি
প্রয়োজনে -
বদল করো শরীরের দুষিত চামড়া

নিজেকে বদলালে-
বদলাবে সমাজ,বদলাবে দেশ
আগামী প্রজন্ম পাবে-
সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ!

রচনাকালঃ ৩১/১২/২০২০
রামপুরা,ঢাকা