আমি জানি, মন্ত্রী হওয়া
একটুও নয় সোজা
তারচে' সোজা গায়ক সেজে
তাদের ছিদ্র খোঁজা।
মন্ত্রী ঝরান ঘাম আর রক্ত
কে দেবে তার দাম -
মন্ত্রী কত খারাপ বুঝতে
ফাইল খুলিলাম।
মন্ত্রীর নাই কি ক্ষুধা তৃষ্ণা
নাই কো মা বোন ভাই,
কাচের ঘরে বাস করিয়া
ঢিল ছুঁড়িয়া যাই।
ওরাই একা চুরি করে
আমরা সবাই সাধু,
দেশ এগোতে প্রয়োগ করব
মন্ত্র কিংবা যাদু।
আমরা লিখব নানান কাব্য
আঁকবো কার্টুন, ছবি
ভাবের ঘরে চুরি চলবে
সেজে বুদ্ধিজীবি।
নিয়ম ভেঙে আমরা গাইব
গণতন্ত্রের গান,
সুযোগ পেলেই ধরে টানব
মন্ত্রী বেটার কান।