পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমী-র আয়োজনে, রবীন্দ্রসদনে ২০২৪-এর লিটল ম্যাগাজিন মেলা ও সাহিত্য উৎসব ১০ জানুয়ারী, ২০২৪ দুপুর ২ টো থেকে শুরু হল। এবার স্টলের সংখ্যা ৪৬০। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়-এর উদ্যোগে এই মেলা বর্ণময়তা ও বৈচিত্র্যে অন্যন্য হয়ে উঠছে। সারা বাংলার কবি-সাহিত্যিক জগতে এই পাঁচটা দিন আনে বিশিষ্টতা। আমরা আহ্বান পত্রিকার তরফ থেকে মেলায় ছিলাম। মেলায় ছিল তারাশঙ্কর বন্দোপাধ্যায়ের জীবন নিয়ে অনবদ্য প্রদর্শনী। পাঁচ দিনের এই মেলা চলবে আগামী ১৪ জানুয়ারী, ২০২৪ পর্যন্ত। আহবান পত্রিকার টেবল নম্বর ৩৩। আপনারাও চলে আসুন । হোক কবিতা ও জীবনের, সৃষ্টির উৎসব।
আলোচনাটি ৩৮৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১০/০১/২০২৪, ১৯:২০ মি: