খেলার স্কুল অনেক আছে।
পয়সা দিলে শিখিয়ে দেয় খেলা।
খেলার মাঠ ?
ব্যবসায়ীদের কবলে পড়ে
কমছে, কমছে আর কমছে।
ঘরে ঘরে শৈশব তাই, সইছে অবহেলা।।


কমছে খেলার সুযোগ, সময়
সময় আছে, সঙ্গী নেই
সময়, সঙ্গী দুই আছে তো
খেলবার মাঠ শূন্য নেই।
মাঠ আছে তো সময় নেই
শৈশবে হায় সঙ্গী নেই,
আদর-স্নেহের ভঙ্গী নেই।

সান্তা ক্লজ, তুমি কি
বলগা স্লেজে সওয়ার হয়ে
রওনা দিলে ?
চকোলেট নয় কেক, বিস্কুট, লজেন্স
এবার চাই না কিছুই।
চাই না খেলার কোনো জিনিস
মন-মাতানো কেউ উপহার।

ঝোলায় ভরে আনতে পারো খেলার সুযোগ !
শৈশবে কি আনতে পারো ইচ্ছে খেলার ?

ভর সন্ধ্যায় মায়ায় ভরা বিবেক এনো।
সাবধানে হোক সেই আগমন সান্তা তোমার!

তারার দিকে তাকিয়ে আছি অপেক্ষমান।

🙏🌈👇👆👍🩵🌹🌊👑🌲❤️🍀☘️🤮🟡💥💦🍄🎍🍁🫧🪻🌳🔥💐😀🤷🏻‍♂️🕉️💂🏿‍♂️🔵💧👮🏿‍♂️👮🏿‍♂️