রিমঝিম বৃষ্টির বিরল পতন
ক্লান্তি নয়, আবিলতা, আনে পিছুটান
আষাঢ়ের শব্দেরা আকাশে ঘনায়,
অঝোর সে ধারাপাত, ভিজে যায় প্রাণ।
শুষ্ক সমকাল ছিল সন্দিহান হয়ে
ধ্বংসের পদধ্বনি ঐ যায় শোনা
তবুও শ্রাবণ এসে স্নিগ্ধ করে প্রাণ,
তিলে তিলে বাড়ে প্রেম, কামনা, বাসনা।
দগ্ধ, তবু শ্বাস নিতে চায় তরুলতা,
জীবন কি দেবে তাকে মুক্তির স্বাদ,
শাশ্বত বেঁচে থাকে প্রাণ শুধু প্রাণ
ইতিহাসে স্থান পাক স্থূল প্রতিবাদ।।