কবিতার উত্তাপে অগ্নি শীতল
অতিমরণের চেনা নিয়তির ছল।
জেগে থাকে মননের যতেক সৃজন
বাঁচে কবিতার স্বর, ভুবন বিজন
একা কি মুখর হয় বার্তা ঊষার !
অরুণের সাথী হয় শুভ্র তুষার।
যাপিত জীবন জুড়ে যত বিনিময়
মুক্তির আশ্বাসে ফেরে বাঙ্ময়।
অর্পিত বর্ণের আশ্বাস ছবি-
ঘুমে নয়, চির জাগরণে আজ কবি।