"হেমন্তের অরণ্যে যিনি ছিলেন পোষ্টম্যান"

তাঁর চিঠি প্রয়োজন আজকের এই
বৃক্ষহীন রুক্ষ্ম অরণ্যে-

যেখানে নিরাশার হুতাশন,
দাবানল হয়ে শুষে নিতে চায়
সবুজ বিটপের ছায়াশীতল স্নিগ্ধতা।

ক্ষণপ্রভা হয়ে নয়
ব্রতচারী কলমের আগুয়ান স্রোত হয়ে
ফিরে এসো কবি‌।