যানজটে সময়ের থমকানো, বিভক্তিহীন
আবার গতিতে ফেরা, সম্মুখে জীবন রঙীন।
দুর্ঘটনার ত্রাসে, ভয়ার্ত বন্ধন শরীরে জড়ানো
নশ্বর, শাশ্বত মৃত্যুর ইঙ্গিতে, জীবন এড়ানো।
চলমান পৃথিবীতে, নিয়ন্ত্রণের বিধি বাম
অনুভূতি পণ্যের বিনিময়ে চলে দরদাম।
চেনা পথ,আজ সাজে অচেনার সীমিত শাসনে
পৃথিবী ব্যস্ত থাকে শোক-তাপ-বিলাস-ব্যসনে।
অশ্রু হয়ে যদি নামে বাষ্পীভূত অনুভূতি-কণা
নির্মল বৃষ্টির সেই ফোঁটা কেউ চিনবে না।
চিনতে পারলে তাকে তৃষিত নয়ন নেয় ডেকে,
হয়তো কমণ্ডলু পবিত্রতার রেণু মেখে
ফিরে আসা, চলে যাওয়া ভাষার বাঁধনে দেয় বেঁধে
কিছু কথা লেখা হয়ে যায় ফের জীবনের বেদ-এ।
দিনগত ক্ষয় চলে, জমে যায় আখরের স্তুপ
একটু একটু করে, ধরণীও বদলায় রূপ।
উঠবে সূর্য রোজ, আসলে সে ডোবে না কখনো
পৃথিবীর ও প্রান্তে গেলে রাত মনে হয় যেন।
দিন যায়, রাত আসে, পার্থিব গতি নশ্বর,
পালিয়ে বাঁচার আগে, ঐ ধেয়ে আসে সৌরঝড়।