এমন কবিতা লিখতে পারি নি
যার সুরে তুমি ভাসো
এমন কথা যে ছন্দে সাজে নি
যার টানে তুমি আসো।

সহজ, সরল প্রেমের ভাষা যে
বলে নি প্রাণের গীতি,
হৃদয় ভুলতে পারে নি কখনো
সাজানো হাজার রীতি।

ব্যর্থ হয়েছে জীবন, কবিতা
বৃথা প্রেম সন্ধানে
পথ হারিয়েছে সৃজনের নদী,
ভ্রান্ত ধারার গানে।

তবুও কবিতা বিপন্ন নয়,
কবিতা অমর শেষে-
কবিতার তরী নোঙ্গর ফেলবে
শত প্রাণে, অক্লেশে।