জানি না পালন করা চলে কি না,
মনে দিব্যি বাস করো তুমি।
নির্ভীক সাধনা, সামনে
পুড়ে যায় প্রিয় বাসভূমি।
বসত করতো প্রিয়, বন্ধু কত
চেনা বা অচেনা- অগ্নিশিখা দগ্ধ করে,
ধ্বংস তার প্রিয় অভিরুচি।
বাঁশি বাজে হয়তো বা ক্রন্দনের সুরে,
সুরে সুরে, লকলকে আগুনের বিস্তারী ফণা
বাঁশীর সুরে যদি বা বৃষ্টি আসে
সে জলের ধারায় তো আগুন নেভে না !
ইতিহাস মিথ্যা ভাবে, ভুল বোঝে,
ইঙ্গিতে মুহ্যমান সৃজনবেদনা।
( বিঃ দ্রঃ- আজ সম্রাট নীরোর জন্মদিন। আমার ধারণা, নগর যখন পুড়ে যাচ্ছিল, তখন তিনি বাঁশী বাজিয়েছিলেন, জিঘাংসায় নয়, নিরুপায় সম্রাট এভাবেই ধ্বংসের আগুন, নিভিয়ে ফেলতে চেয়েছিলেন। )