পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমী-র আয়োজনে, রবীন্দ্রসদনে ২০২৪-এর লিটল ম্যাগাজিন মেলা ও সাহিত্য উৎসব আগামীকাল দুপুর ২ টো থেকে শুরু হবে। এবার স্টলের সংখ্যা অনেক বাড়বে- ছাড়িয়ে যাবে ৪০০-র সীমা। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়-এর উদ্যোগে এই মেলা বর্ণময়তা ও বৈচিত্র্যে অন্যন্য হয়ে উঠছে। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমী-র সভাপতি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উদ্বোধনে উপস্থিত থাকবেন- দেওয়া হবে সেরা লিটল ম্যাগাজিন প্রকাশের জন্য সন্মাননা। সারা বাংলার কবি-সাহিত্যিক জগতে এই পাঁচটা দিন আনে বিশিষ্টতা। আমরা আহ্বান পত্রিকার তরফ থেকে মেলায় থাকবো। দেখা হবে, বন্ধু।
আলোচনাটি ৩৫৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ০৯/০১/২০২৪, ১৭:২৭ মি: