জাপানিকতা
ফুটবল খেলা দেখে দেখেই তো
জীবনে চলতে শেখা,
স্বদেশ যদিও পিছিয়ে খেলায়
আমাদের কাজ, দেখা।
জাপানের যত দর্শক ছিল
কাতারের স্টেডিয়ামে
ম্যাচ শেষে দেখি জঞ্জাল সব
সাফাই করতে নামে।
এরা নাকি আগে ফ্যাসিবাদী ছিল
মানবতা থেকে দূরে
তবুও চাইছি বিশ্ব এগোক
জাপানিকতার সুরে।
ফুটবলে আর কবে যে এগোবো
জানি না সন্তরণ--
জাপানের কাছে শিখে নিই হতে
শৃঙ্খলাপরায়ণ।।