ধান খেত
সব কিছু আজও হারিয়ে যায় নি
কালের অমোঘ স্রোতে
প্রাচীন প্রথায় মৎস্য আহরণ
শস্যক্ষেত্র হতে।
ছোট পুঁটিমাছ, খলসে, দাঁড়কে-
খয়রার দিনগুলি,
সংগ্রহ করে অপার আমোদ
এখনো যাই নি ভুলি।
আরা পেতে মাঠে, ধান রোয়া জলে
মাছ ধরে যত চাষী,
আমিও তাদের একজন
পুঁটি, দাঁড়কে-ই ভালোবাসি।।