বিদ্ধ করো সৃষ্টিশরে
পৃথিবীর মাটি
ধ্বংস হোক স্বার্থমগ্ন
জীব পরিপাটি।

চর্চা হোক একলব্য
নাই থাক দ্রোণ,
বিদ্যালয় হতে পারে
কানন গহন।

বাসন্তী বাতাসে শৈত্য
মনোরম হোক
সান্তা ক্লজ শৈশব
ভুলে যাক শোক

নেলসন ম্যান্ডেলা, রামে
নেই ভেদ
বিশ্বাসের উপযোগে
বেড়ে চলে ক্লেদ।

যত গ্লানিময় হোক
জীব, সংসার
একা থাকা, একাকীর
অপপ্রচার।

বেদমন্ত্র লেখে নি যা
লিখুক জীবন,
কাকলির স্বরে স্তব্ধ
হোক বৃংহণ।