বন্ধুত্ব

দুপুরবেলা ভীষণ অলস ছিল,
ছিল না তার বিকাল হবার তাড়া;
চড়া রোদেও শীতল ছায়া বুকে,
ঘন্টা দুয়েক ঘুমিয়ে যেত পাড়া।

বিকালবেলা আসতো দেরি করে,
সইতো না আর ছুটে যাওয়ার দেরি-
ঘড়ির কাঁটা উদার হয়ে শেষে
কেটেই দিত অদৃশ্য সেই বেড়ি।

মাঠ ভাঙ্গা হোক, হোক না যত ছোট
খেলার সাথীর বন্ধুই ডাকনাম-
হাজার মাঠে হাজার বছর ধরে,
খেলায় মাতেন কৃষ্ণ-বলরাম।

মাঠ পেরিয়ে মাঠ যতো হয় বড়-
খেলার নিয়ম জটিলতায় মেশে,
বন্ধু এসে হাতটা কাঁধে রাখে,
ভয় পেতে সে নিষেধ করে হেসে।

পথে চলার মন্ত্র যাদের জানা,
চিনতে পারে প্রাণের সে বন্ধুকে-
পালন করার একটি দিনে নয়-
সঙ্গে থাকে শোকে, দুঃখে, সুখে।

বন্ধুত্বের দিন, শুনে পায় হাসি-
কোন দিবসই বা বন্ধুত্বের নয় ?
বন্ধুই জানে বন্ধুত্বের মানে-
একটি দিবসে পালনীয় তা কি হয় !