বাংলা আমায় ভালোবাসে,
বাংলা স্নেহ করে
পদক্ষেপের হাজারো ভুল
বাংলা ক্ষমা করে।
বাংলা আমায় বলছে 'তুমি
নিজের ভাষা লেখো',
স্নেহের সুরে বুঝিয়ে বলে,
'সঠিক বানান শেখো'।
বাংলা জানায়, দেশবিদেশে
মানুষ কেন বন্দী
প্রতারণা আজ করেছে
লোভের সাথে সন্ধি।
বাংলা মানুষ চিনতে শেখায়
শেখায় লড়াই করতে
বাংলা বলে, কষ্ট ভুলে
রবীন্দ্রনাথ পড়তে।
বাংলা চেনায় তাদের, যারা
করছে ভাষা ধ্বংস
রাজপ্রাসাদের প্রান্তে দেখি
বাড়ছে তাদের বংশ।
মাতৃভাষা হয় না কেন
মাতৃপূজার মন্ত্র,
বাংলা ভাষা সহ্য করে
হাজার ষড়যন্ত্র।
ভাষার লড়াই নিত্য চলে
চলছে এবং চলবে
আশা, সবাই নিজের ভাষায়
নিজের কথা বলবে।
মাতৃভাষা রক্ষার সংগ্রাম দীর্ঘজীবি হোক।। 🙏🌹