ভোটের বাজি
নাচানাচি
নেতাগুলি
দিচ্ছে বুলি
মাথার খুলি
খাচ্ছে গুলি
ভাঁওতাবাজি
ভোটের বাজি ।
গোঁজামিলে
ছেলেপিলে
স্বপন খুঁজে
নয়ন বুজে
পকেট বুঝে
টাকা গুঁজে
আশার পাঁজি
ভোটের বাজি ।
ভোটের কাজে
কাঙাল সাজে
শুদ্ধাচারে
প্রচার সাড়ে
দ্বারে দ্বারে
বারেবারে
মিথ্যা রাজি
ভোটের বাজি ।
নরম গরম
স্বরের ভরণ
মিশ্র সুরে
কাছে দূরে
ঘুরে ঘুরে
নগর পুরে
কাশি হাঁচি
ভোটের বাজি ।
ভোট কবাডি
হাড্ডাহাড্ডি
মারে ঢুশি
যে যার খুশি
মুখে ঠুসি
কারে দুষি
মোল্লা মাঝি
ভোটের বাজি ।
লালিকা সুর
ভোটে ভরপুর
ফাজিল শ্লোকে
মুগ্ধ লোকে
যাচ্ছে ঝোঁকে
জটিল ছকে
টাকার সাজি
ভোটের বাজি ।
নীতির ফাঁদে
বিবেক কাঁদে
নেতার ডিগ্রী
থুরি থুরি
শিক্ষা চুরি
ভূরি ভূরি
প্রশ্ন পাজি
ভোটের বাজি ।
ভোটের ক্ষণে
নির্বাচনে
মোড়ে মোড়ে
টহল পড়ে
ভীতি ঘোরে
ঘরে ঘরে
ত্রস্ত আজি
ভোটের বাজি ।
ভোটের শেষে
আসল বেশে
নেতা মন্ত্রী
লুটের যন্ত্রী
সাজায় ফন্দি
দেশ তো বন্দী
এই তো ...
বেঁচে আছি
ভোটের বাজি ।
১৬/০৪/২০২১