জোছনা ভেজা এই রাতে
তুমি আমি এক সাথে
                চেয়ে থাকি আকাশ পানে ।
স্মৃতিগুলি জেগে যায়
দূর হতে কাছে হারায়
                ভালো লাগা পিছু টানে ।

তারায় ভরা আকাশে
চাঁদটা কেমন ফ্যাকাশে
                জীবন তরী শেষ গগনে ।
গল্পেরা ক্লান্ত পথে
দুজনেই স্বপ্ন রথে
                হারিয়ে যাই এই লগনে ।

পাশাপাশি কিছু ক্ষণ
নীরব ক্রমে আগমন
                ঝিঁঝিরা ঘুমিয়ে পড়ে ।
জোছনা ভেজা এই রাতে
জোনাকি আলোর সাথে
                সময় যাচ্ছে সরে সরে ।

অগোছালো প্রেমালাপ
কখনো বা অনুতাপ
                কাঁধে মাথা রেখে আফসোস ।
নীরবে দীর্ঘশ্বাসে
নতুন স্বপ্নের আশ্বাসে
                দুটি মন করে পরিতোষ ।

জোছনা ভেজা শরীরে
ষোলোর ঘ্রাণ আসে ফিরে
                মৌন হৃদয় বৈশাখী ঝড় ।
চাঁদ তারা দিচ্ছে উঁকি
আজ রাতে হচ্ছেটা কি
                গভীর প্রেম মনোমুগ্ধকর ।

তখন খুব কাছাকাছি
হাতে হাত বেঁচে আছি
                ফিরে গেছি পঁচিশ বছর ।
সামনে ঠিকানা শূন্য
কোনটা পাপ কোনটা পুণ্য
          যাক না কেটে রাত হোক না ভোর ।

২২/০৪/২০২১