তথাকথিত সভ্যতার অসভ্যরা যখন
আদিম প্রবৃত্তিকে আঁকড়ে ধরে
ভালোবাসার নিবিড়তম বন্ধনে
বর্বর আগ্রাসনে জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছিল,
সভ্যরা তখন সু-সমাজের অঙ্গীকারে
ক্রূর অভিলাষে দিয়ে যাচ্ছিল ভ্রমাত্মক প্রতিশ্রুতি
ঠিক সার্বজনীন দালালদের মতো
ন্যাকামির চরম প্রদর্শন ।
রাতের অন্ধকাররা যখন
অশুদ্ধাচারে নিমগ্ন থেকে
মলিন ভাঁজে মোড়া কাগজ পকেটে পুরে
স্নিগ্ধতার আঘ্রাণে সময়কে শান্ত রাখছিল,
আলোরা তখন স্পষ্টভাবেই নিজেদের জৌলুসে
প্রজ্জ্বলিত করছিল কু-অভিরুচির নগ্ন শবাধার
যা নাকি সাক্ষী হিসেবে চিহ্নিত
অতীত প্রজন্মের নিদর্শন ।
বিশ্বের কল্পিত অধিকর্তা যখন
পড়সীর চাপা কান্নাকে
বিদ্রুপ, তুচ্ছ-তাচ্ছিল্যে, নানান অছিলায়
তারার দিকে চোখ রেখে করেছিল অহমিকার আস্ফালন,
আর আবেগ তখন উচ্ছ্বাসে গা ভাসিয়ে
মঞ্চে অভিনীত ভাঁড়ের মতো
মন মাতানো সুন্দর শব্দের কষাঘাতে চরম ভণিতার
লোক দেখানো আকর্ষণ ।
পি. কে. মণ্ডল
১৮/০৪/২০২০