বিপ্লব কখনো কাঁদে না
বিপ্লব স্বপ্ন দেখে – দিন বদলের স্বপ্ন
অগ্নি স্ফুলিঙ্গ থেকে জন্ম নেওয়া
এক নব প্রজন্মের নাম বিপ্লব
বিপ্লব কখনো কাঁদে না ।

বিষাক্ত আহ্লাদে আহ্লাদিত যারা
বিপ্লবের ক্যানভাসে তারাও দরকারি
পরাজয়ের মন্ত্র উচ্চারণের মুহূর্তে
তাই তারাই কাঁদে
আর বিপ্লব এগিয়ে চলে
নতুন পৃথিবী দেখবে বলে
বিপ্লব কখনো কাঁদে না ।

বিবেকের সহমরণ দেখে
সাবেকী লজ্জা আধুনিক হবে বলে
বিপ্লবের পাশে এসে অপেক্ষা করে
অপেক্ষা করে - বিপ্লব কাঁদবে বলে
কিন্তু হায়!
বিপ্লব কখনো কাঁদে না ।

বিপ্লব কলম ভালোবেসে
চেতনার সৃষ্টিতে মশগুল
পুরাতন পৃথিবীর অবয়ব পরে
সেদিনের সেই প্রথম সূর্য দেখার উদগ্রীব উৎসাহে
বিপ্লব নির্ভীক নির্লিপ্ত চোখে চেয়ে থাকে
বিপ্লব কাঁদতে জানে না
বিপ্লব কখনো কাঁদে না ।

বিপ্লব উত্তাল সমুদ্রের সাহসী ঝড়
অযাচিত ভিড়ের ভিতর তার কোন ভেদ নেই
অশুভ ছায়াকে নিমেষে উড়িয়ে দিতে
তার কোন মুহুর্ত লাগে না
ঝড় বৃষ্টি হয়ে ঝড়ে পড়লেও
তাতে তার প্রশস্ত ললাটে
বিজয় টিকা চকচক করতে থাকে
বিপ্লব কখনো কাঁদে না ।

বিপ্লব মানে জাগরণ
আঁধার পেরিয়ে পূবাকাশের রক্তিম তার আভরণ
বিপ্লব এক প্রতিবাদী শব্দ, দুর্যোগ রাতের ত্রাস
বিপ্লব এক মুঠো জীবন্ত আশা
প্রতি হৃদয়েই তার সুপ্ত বাস
বিপ্লব এক স্বাধীন চেতনা
বিপ্লব কখনো কাঁদে না ।

(২৭/০২/২০২৪)