টানেল থেকে শতাব্দীকাল পেরিয়ে এলে
সুকতলা ছিঁড়ে নেমে আসে সূচ যন্ত্রণা
ঘুণলাগা শহরে তুমি দেখতে পারো
একটা বিস্ফোরণ পরিণত হয় কয়েকটা পার্টিকেলে
এভাবে কেউ স্থিতিশীল হলে
দরজা খুলে যায় মৃতরাজ্যের
আর ভুলগুলো ধীরে ধীরে ঈশ্বর হয়ে ওঠে
আসলে সেইসব জীবনের কাছে বলেছিলাম
ঘোড়া ধরতে চাওয়ার কথা
এখন বেদানার উপস্থিতিটুকু বুঝে নিতে হয়
কেননা দশের পরে শূন্যগুলোই দৌলত বানায়
এবং তারই সঞ্চালনা করতে পারে
একমাত্র বল...