পাহাড়কে ভালবেসে সব অভিজ্ঞান ছুঁয়ে দেখেছি
পলকের আলাদা মাত্রাযোগে ধুলো জমে
আর পাথরের সাথে কুয়াশার বন্ধুত্বে আমি
আড়ি পাতি
ফুটো দিয়ে যে পর্যটক লাফিয়ে ওঠে
তার ভূমিকায়
শাওয়ারের নিচে গড়িয়ে যায় অচৈতন্যবাদ
দরজা গায়ে বিন্দুগুলোও প্রান্তিক
আমার যে বড্ডো
লেপের ঘর হওয়ার ইচ্ছের কথা মনে হয়
কিন্তু লাল-নীল-সবুজ জীবনে
ব্যথাগুলো পাহাড় তৈরির কর্মে ব্রতী