মানো অথবা না মানো
চব্য চোষ্য লেহ্য পেয় ছাউনির অন্তরালে
এক একটা ছৌনাচের মুখোশধারী রসিকের সঞ্চয়।
নদীর চোখের জল স্পর্শ করে না কোন ফুটবলের মাঠ!
লাথি, অবজ্ঞা, অবহেলায় ফুটবলের গোলে হাসে নাবিকের টাক।
রোদ বৃষ্টির লুকোচুরি খেলা শেষে
থমথমে রাত নামে -- তুমি থেকে যাও গোলে মত্ত!