পাশ কাটিয়ে যে পলিবাহী নদীটা
বয়ে চলে সান্ধ্য উপত্যকায়
হেমন্তের পৃষ্ঠায়
সে কাদামাটি দিয়ে ছায়া মূর্তমান
একটি গাছতলার শীতল স্পর্শের বিপরীতে অবস্থান
সাপের গর্তের উষ্ণতা
কিন্তু ভালো থাকার আড়াআড়িভাবে
ছুঁয়ে যাচ্ছে নিসঙ্গবেলা
ঠিক এখানেই
ঘোড়ার গলার ঘন্টি বাঁধা
তাই শিশিরবিন্দুতে স্বপ্নকে চুবিয়ে
ভগ্নসৌধ নির্মাণ করছি
আর রোদেগরমে স্মৃতির গায়ে আছাড় খেয়ে
হুড়মুড়িয়ে নেমে এসে
ঠাকুমার গল্পদের
খুব সাধারণভাবে ঘরে ফেরা