তামাশার বাঁশির সামনে সব পৃষ্ঠা একা
ফুসফুসের ভিতর আটকে রয়েছে ঢেউ
এ জন্ম ছিল ক্ষয়িত
তারও বেশি পরাজিত
মনের সব প্রকোষ্ঠের দ্বারে
ওরা চাবুক ঝুলিয়েছে
যদিও মাঝে মাঝে গল্পের দুলাইনে
গম্বুজ চুঁয়ে নেমে আসা জল
যমুনাতীরে নিয়ে যায়
আর সেপথে হরিণের অক্ষরগুলি গতি পায়
তবুও কিছু জলপ্রপাত
পালকের আড়ালেই নেমে আসে
যেখানে অস্থায়ী বিনিসুতোয় জড়িয়ে
কারা যেন জলের মর্মে নিঃশ্বাস জমা রাখে
এবং
স্নানপর্ব শেষে নগ্ন শরীরে জেগে থাকে
বারুদের দাগ