নিস্তব্ধ মাটির বুকে, অশ্রুর কণা জমে, 
শহীদের কবর যেনো দেশাত্মবোধের জন্মভুমি । 
তার রক্তমাখা স্মৃতিরা ঘুমিয়ে থাকে এখানে, 
কিন্তু স্বপ্নেরা , তারা জেগে থাকে এক নতুন ভোরের প্রতীক্ষায়। 

কবরের ফুলেরা বলে, "আমরা তার ঘামের ফোঁটা, 
স্বপ্ন ছিল শুধু তার, আজ আমরা সবার মনে বাঁচি।" 
পাখির গান বাজে হাওয়ার মৃদু পরশে, 
তাদের কন্ঠে আছে শহীদের শেষ প্রতিশ্রুতি। 

মাটির নিচে নক্ষত্রেরা দ্যুতি ছড়ায়, 
তারা জানে, অন্ধকারেও আলো ফুটবে একদিন। 
এই কবর শুধু মাটি নয়, এটা এক স্তম্ভ— 
বীরত্বের বীজ, যা ফুল হয়ে ফুটবে, 
প্রজন্মের বুক জুড়ে ছড়িয়ে দেবে আলোকধারা। 

শহীদের কবরে বয়ে যায় সময়ের নদী, 
তার ঢেউয়ে লেখা থাকে বীরত্বের কাব্য। 
এই কবরেই লুকানো আছে যুদ্ধের সুর, 
যা বাজবে চিরদিন, শোনা যাবে প্রান্তরে প্রান্তরে।