তারে আমি সেদিন প্রথম দেখিলাম..
তার চোখ রঙিন ,সূর্যের মতন উজ্জ্বল।
তার চুল সবুজ মেঘের মতো
চারিদিকে খেলে বেড়ায়...

প্রকৃতিরে আমি  আজও স্বপ্নে দেখি..
তার চোখে আজও প্রহরের আলো জলে।
এখনো তার চুলে স্নান করে তৃষ্ণার বেদনা।।

স্বপ্নে আমি তার সাথে সবুজ ঘাসে  হাটি।
সে ছুট্টে গিয়ে জোনাকি পোকা ওড়ায়।
প্রকৃতি নামের মেয়ে সে,
অন্তে যেন প্রকৃতির সাথে হয় একক।।

বৃষ্টির আলোয় আজও খেলে
   তার ওই কোমল ঠোঁটের হাসি।
শিশির ভেজা ঘাসে আজও
   লেগে আছে তার পায়ের ছাপ।

বাতাসে যেন এক বেলা ফুলের গন্ধ ,
     আমায় তার অস্তিত্ব বোঝায়।
সে আজও ভালবাসে পাখির গান,
আজও ভালো লাগে তার শুষ্ক ফুলের মায়া জড়ানো নুপুর।

প্রকৃতির সাথে তার বন্ধুত্ব
যেন চিরন্তন সবুজ সমৃদ্ধির প্রতীক।।