খেলাঘর হলো রঙের বন্ধন।
বৃদ্ধ বলেন, "আমি কিনা এই বন্ধনের বিচ্ছেদ?"
খেলা-ধুলা, গানের ধারা,
সময়ের গাড়ি চলে যায় ধীরে।

কানে কানে শোনা হয় সুরের মধু,
খেলাধুলার মোহনা একটা যুবকের সহচরী ।
এই স্মৃতিগুলি প্রশ্ন সাজায় সব ভুবনে,
কোথাও কি আছে সুখের আড়ি ?

বৃদ্ধ বলেন, "যে খেলা মানুষের হৃদয় ছোঁয়,
সেই খেলাটি আমি খুব করে ভুলে গিয়েছি আগেই!
কিন্তু .!
এই "ছোট্ট খেলা" !
যার বন্ধ হওয়াকে নিয়ে মানুষের মনে সব সময়  মেঘের ছায়া,
তার বিচ্ছেদ  সম্ভব নয়, তা আমি জানি এখনো।"

সেই খেলাধুলার মোহনায় বৃদ্ধ  আজও খেলে।
বৃদ্ধের বাঁধনের মধ্যে আজও পুরনো সেই ছোঁয়ার ধারা।
খেলার সুরে দেশ-বিদেশে,
বিপ্লবের দাগ লাগানো হয় প্রাণের সঙ্গে।

সময়ের রথ চলে যায় ধীরে,
খেলাঘরের মধ্যে বৃদ্ধের ছোঁয়া,
মোহনা , ছোঁয়ার স্মৃতি সাজায় সব ভুবনে,
খেলার রঙে মিশিয়ে সব ভাষা।