যে  হিমুর ময়ূরাক্ষী জয় গোস্বামীর পাগলির গ্রামে এসে শেষ হয় ...... যেখানে শরৎ চন্দ্রের দেবদাস মিলিত হয় হুমায়ূনের হিমুর মাঝে ......
মিশে যায় শত ঘৃণা এসে মিশে এই পবিত্র মাটিতে
যেখানে শত বাঁধনের মাঝে নিজেকে পাখির মতোই ভাবি...
সেখানে আমি প্রেমের স্বরুপ পাই খুঁজে ...
প্রেম যেখানে মুক্ত
  যেখানে সবার ভেতরে মায়ের মতোই মায়া
  যেখানে সবাই সবার আপন
  সেই মাটিই আমার মাতৃভূমি ।
সেই মাটিই আমার মা
  সেই বৃক্ষ রাশি আমার দেবদেবী।।