কতো শুকনো পাতাতে, রুদ্ধ বাতাসে লিখে গেছি তোর নাম।
চাইনি কখনো হারাতে তোকে, আমি হয়ে গেছি বদনাম।

তোর মায়াবী চোখের কৃষ্ণ কাজলে লাসেদের ভিড় মেলে।
তোর চন্দ্রমুখীর হাসিটা যেন দেবী দের সাথে মেলে।

আমার মনের আকাশের রংটাই তুই, হোক না দিন বা রাত।
তোর মিষ্টি ঠোঁটের ছোঁয়াতেই পুরুষ হয়ে গেছে বরবাদ।

তোর রুক্ষ কেশে বাতাসের ছোঁয়া করেছে ধ্বংস গোটা জাতি।
তুই নিজের জন্যে করেছিস ব্রত, ধরেছিস হাতে লাঠি।

তোর রূপের জাদুতে স্তব্ধ বিশ্ব, পরে গেছে হাহাকার।
তোর চলার আওয়াজে শ্বাসের বৃদ্ধি, হয়ে গেছে নিরাকার।

তুই কখনো রাধা, কখনো দুর্গা, কখনো কালির বেশে।
তোর চোখের মোহনায় খরস্রোতা আমার প্রেমের নদী মেশে।

তোকে কখনো দেখিনি ভিড়ের মধ্যে, একা তুই চাঁদের মতন।
আমি হারিয়েছি তোকে জোস্নার রাতে কোনো এক জোনাকির মতন।

আমি সব কিছুর পরেও সমাজ কে হারায় দেখেলে তোর ওই হাসি।
শত দুর্ভিক্ষের পরেও বলবো -
"ও হে নারী, আমি তোমায় ভালোবাসি,
                  আমি তোমায় ভালোবাসি,
                  আমি তোমায় ভালোবাসি।"
                                        
                                 ~রাজ ভৌমিক।