জেগে আছি সারারাত আকাশে তাকিয়ে
ইচ্ছে করে চলে যাই অন্য জগতে।।
যাই কোথাও পালিয়ে অনন্ত দূরে
থাকি দূরের তারাগুলোর মতো জ্বলে।।
দাঁড়িয়ে আছি একা এ সমস্ত সংসারে
পেলাম না কোনো সঙ্গী যে ধরবে হাতটাকে।।
রাত্রি কেটে ভোর হচ্ছে নেই যে কোনো আশা
চলে যাবো জীবন ছেড়ে বুঝিয়ে মনের ভাষা।।
পড়ছে মনে পুরোনো স্মৃতি ধরছে মনে ঘোর
ছিল অনেক অপূর্ণ আশা যা মনের বিভোর।।
সুখ দুঃখের স্বপ্ন শেষে দিলাম আমি রায়ে
যাচ্ছি চলে না ফেরার দেশে হলাম বিদায়।।