তোমায় যেনো কোথায় দেখেছি ওগো সুন্দরী
পারিজাত তোমারই প্রাপ্য শোনো রক্মিনী।।
যখন আমি চেয়েছিলাম তোমার চক্ষু পানে
তখন আমার হয়েছিলো, হৃদয় প্রলয় প্রাণে।।

জগৎ হইলো প্রশান্ত

মনের সেই বাঁধন ভাঙা ঝড় প্রলয়কারী
এমন বান মারিলো চক্ষু প্রাননাথ হলাম তারই।।
পারিজাত রানীর মতন, শান্ত তাঁহার চলন
দেখিলে তাহা মনেই হয় না পাদুকা তাঁহার বাহন।।

হলাম যে দুর্বল

তুমি যদি দিনের শেষে হও পারিজাত ফুল
আমি তবে হয়ে যাবো জগৎ জীবের মূল।।