আশা মোর জীবন ছিল নীরে
জীবনে আর আসিবেনা কেহ
বেঁধেছে কষ্ট মোর মনে
মন আবেগের বন্যার ঢেউ।।
আপন মনে মুগ্ধ হইয়া
মন আপনও আজ হইলো পর
সেই আবেগের সূচনা কেহ
নেয়না যেনো কেও খবর।।
সেই মনেরই হইলো সুজন
মিল ছিল পরস্পর দুজন
দিলে জীবনের শেষ বিদায়
হলাম আজ ছিন্ন নির্দ্বিধায়।।
বিষাদ সঙ্গ আছে সবারই
আছে যাওয়া আর আসার পালা
ফুলের মতন জীবন খানা
চুর্ন হয়েছে অনেক খানা।।
শেষের পর্ব বন্দি বানায়
প্রিয়জনের সন্ধি মানায়
কিছু ফুল আজ ডুবে গেছে
জীবন আজ শুধু আপনজন।।