ভালোবেসেছিলাম শুধু তোমায়
ভালোলেগেছিল শুধু তোমায়
তবুও কেনো তুমি বুঝলে না
এই অনুরক্তির দাম তুমি দিলে না।।
সেই নীল আকাশের চূড়ায়
ছিলাম আমরা দুজনায়
আর পৃথিবী ছিল তখন নিস্তব্ধ।।
প্রকৃতির হাওয়ার দোলায়
সমস্ত কিছু মুছে চলে যায়
দিগন্ত সাগরের অসীম তলা।।
তোমার সেই চোখের নজর
মেঘে ঢাকা সেই পাথর শহর
তার বুকে নামলো মেঘের ঝল।।
তবুও তার সেই উৎকন্ঠায়
মন ভেঙে চু্ড় হয়ে যায়
কেন তা হল না পূর্ণ।।
শত শত বার করি জোরবার
তবুও প্রকৃতি করে বিরূপ।।