মধুর নয়নী, চারুর অধর অনুপমা মম প্রিয়ে
এমন রমনের সন্ধান দিলে করিয়া আমায় বিয়ে।।
শান্তশিষ্ট, বুদ্ধিদীপ্ত ললনা মম প্রিয়ে
হচ্ছে মনে টিকবেনা সুখ যাবো ইতি দিয়ে।।
নক্ত সজ্জ্যে পায়ে নুপুর, কম্র সোনার দুল
লাগিছে এতো রম্য তোমায়ে অপ্সরা নাকি ভুল।।
চন্দ্র বদন, চপ্পল গন্ধন লৌকিক তারি দর্শন
আঁখিতে যাইলো ছুটিয়া সুপ্তি কি তারি আকর্ষণ।।
মধুর নয়নী, সুক্ষ আনন অনুপমা মম প্রিয়ে
পারিবনা আর থাকিতে জানিয়ো অন্য কোথাও গিয়ে।।