ভালো থাকতে সবাই চায়
তবে চাইলেই কি আর ভালো থাকা যায়?
ভালো থাকা এক ধরনের অভিনয়
তার মাঝে লুকোনো থাকে
হাজারো ব্যার্থতার প্রনয়।
যার আছে অসামান্য ধন-ধৌলত
সে-ও চায়, আমার আরো হউক!
তাতে তার জীবনের ঝুঁকি বাড়ে
চিন্তার পাহাড় মাথায় চাপে,
ভালো থাকা আর হয়ে উঠেনা
আরো চাই, আরো চাই এর মাঝে।
খারাপ আছি, তবুও মুখে হাসি
সবাই ভাবে, সত্যিই খুব ভালো আছি,
কেউ খোঁজ নেয়না, বুকের ভেতর কি চলছে
দাবানল যে এখনো জ্বলছে,
পুড়ছি যত, খাটি হচ্ছি ততো,
এখন আর আগের মতো অল্পতেই ভেঙ্গে পরিনা,
আঘাত পেলেও সইতে পারি
ভালো নেই, আর কাউকে বলিনা।
চাইলেই আবার ভালো থাকা যায়
তবে তা যে নিছকই এক অভিনয়,
অভিনয়ের বেড়াজালে
নিজেকে যবে ভুলে যাবে,
তখন আর অস্তিত্ব মিলবেনা
নিজেই, নিজেকে গুলিয়ে ফেলবে।
তাই মাঝে মাঝে কান্না পেলে
কাদতে হয়,
নয়লে যে ভেতরে চাপা কষ্ট
আরো কষ্ট দেবে,
এক সময় তার মৃত্যু ঘটবে,
নিজেকে তখন জীবন্ত লাশ মনে হবে
চাইলেও আর, মুখে হাসি আসবেনা,
মাঝে মাঝে কেদে
কষ্টদের স্বাধীনতা দিতে হয়,
তাই কান্না পেলেই, কাদি
মুখে হাসি নিয়েই বোঝায়, বড্ড ভালো আছি।