কেউ ভাবে,
যদি ভালো একটি চাকরী পাই
তবে জীবনে অনেক কিছুই-
পাওয়া হবে।

আবার কেউ ভাবে,
যদি একটা ব্যবসা করতে পারি
তবে অনেক কিছুই-
করা হবে।

আবার কেউ ভাবে,
ভালো চাকরী কিংবা ব্যবসা নই
কোনো রকম দিন মজুরের কাজ জুটলেও-
সংসার টাকে পারবো চালাতে।

আবার কেউ ভাবে,
আমার মঙ্গল গ্রহে যাওয়া হলে
বিশ্বের দরবারে আমার-
নাম উঠবে।

আবার কেউ ভাবে,
যাকে আমি ভালোবাসি
তাকে যদি পাই
জীবনে আর কিছুই-
চাইনা তবে।

যার কোনো পিছুটান নেই
সেও ভাবে,
জীবনের মতো জীবন
চললেই চলে।

নাম তার ভাবনা হলেও
ব্যবহার তার আলাদা আলাদা।