আমরা মানি সবাই আদি প্রথা
হোক সেটা ভুল,
সঠিক প্রথা তা যাকনা বৃথা
তার নেইতো কুল ।
কেউ যদি চায় ভুলের পরিবর্তন
মানুষ তাকে বলে পাগল,
বলে তুই কিচ্ছু জানিসনা
আস্ত একটা ছাগল।
ভালো লোকের কদর হয়না
এটাই এখন সমাজের প্রথা,
মন্দ লোককে দিতে বাহবা
একবারও তারা পিছু হটেনা।
এই সমাজে এখন শিক্ষিত বেজায়
ভুল প্রথার নির্বাসন হয়নি তবে,
শিক্ষিত লোকের শিক্ষা কোথায়?
প্রথায় কি গিয়েছে হারিয়ে।