জানো তো
আমি না খুব করে চেয়েছিলাম...
তোমার সাথে যেন আমার
কোনো এক চলতি পথেই দেখা হয়ে যাই।
কোনো এক বাহানাই
তোমার পথ আগলে দাড়িয়ে
তোমার থেকে জানতে চাইবো,
কী এমন দোষ ছিল আমার?
যে দোষের কারণে
তুমি আমায় একা ফেলে চলে গিয়েছিলে।
আমাকে কি তোমার
একটুও মনে পড়ে না?
আমার জন্য কি তোমার
একটুও মন কাদেনা?
আদৌ আমি ভালো আছি কিনা,
সেটা জানার কি তোমার একটুও ইচ্ছে হয়না?
নাকি আমার সাথে এতটা দিন
তুমি ভালোবাসার অভিনয় করেছিলে?
খুব জানার ইচ্ছে ছিল।
কিন্তু আজ তোমার সাথে দেখা হবার পর
কোনো কিছু জানতে আর ইচ্ছে হয়নি,
শুধু একটি কথা ছাড়া
তা হলো
তুমি কেমন আছো?
তাও জানা হলোনা।
কারণ তোমাকে দেখে
কেন জানিনা আমার মনে হলো
তুমি ভালো নেই,
তুমি ভালো নেই, তোমার বর্তমান নিয়ে,
তুমি ভালো নেই, আমাকে হারিয়ে,
কিন্তু কেউ কোনো কথা না বলেই
তাকিয়ে ছিলাম একে অপরের দিকে,
প্রায় অনেকক্ষণ।
আমি দেখেছিলাম
তোমার দু'চোখ আমার থেকে
কিছু একটা লুকাচ্ছে।
আমি দেখেছিলাম
তোমার দু'চোখ অশ্রু সিক্ত হয়ে পড়েছে।
তারপর তুমি চলে গেলে, কিছু না বলেই।
আমি খানিকক্ষণ তাকিয়ে ছিলাম, তোমার পথ পানে।
আমি যে আজও
তোমার রেখে যাওয়া স্মৃতিগুলো
ভুল করেও ভুলতে পারিনি।
আজও কেউ কাউকে তোমার নামে ডাকলে
আমি পিছন ফিরে তাকিয়ে দেখি
সে তুমি কিনা?
কারণ কথা যে এটাই ছিল
বাকি জীবনে তোমার সাথেই
সূর্যোদয় আর সূর্যাস্ত দেখবো।
কিন্তু ধর্মের দেয়াল
আমাদের এক হতে দেয়নি।
পরিবার মেনে নিবেনা
সমাজ মেনে নিবেনা,
তার উপড় ভিত্তি করে
আমরা আমাদেরকেই মেনে নেইনি।
কিন্তু জানো
আমি না কখনো চাইনি
আমাদের কখনো বিচ্ছেদ হোক,
কখনো চাইনি
তোমাকে এভাবে দূর থেকে, মিস করি,
কখনো এটা আমি চাইনি।
আমি তো এটা চেয়েছিলাম,
তুমি আজীবন
আমার পাশেই থাকো,
আমাদের বারংবার ঝগড়া হবে
তুমি আমার উপর বারংবার অভিমানও করবে
তবু যেন কখনো আমাদের
বিচ্ছেদ না হয়।
আমি তোমাকে এভাবে দূর থেকে কখনো মিস করতে চাইনি, জানো
মিস করাটা যে খুব কষ্টের প্রিয়তমা।
তবে আজও মোনাজাতে চাই
তুমি ভালো থাকো
তোমার বর্তমানের সাথে।
কিন্তু কখনো চাইনি
তোমার কষ্ট হোক,
আমার জন্য তোমার দু'চোখ থেকে
অশ্রু জড়ুক।
শুধু চাইতাম
হঠাৎ করে তুমি কোনো একদিন
ফোন কল করে আমার থেকে জানতে চাও,
এই তুমি কেমন আছো? কিংবা
হঠাৎ করে
একটি মেসেজ দিয়ে আমায় জিজ্ঞাসা করো,
এই তুমি কি আজও আমায় মিস করো? কিংবা
হঠাৎ করেই
কোনো এক চলতি পথে
আমাদের দেখা হয়ে যায় যেনো।