যে চোখে তাকালে
এক সময় আমার বেচে থাকার কারণ খুজে পেতাম,
সে চোখে আজ আমি
আমার সর্বনাশ দেখতে পাই। কারণ-
যে আঙ্গুলের ফাকে-
আমার আঙ্গুল রেখে পূর্ণ করতে হতো,
সে আঙ্গুলে আজ অন্যকারো আঙ্গুল ছুই।
যে ঠোঁট
এক সময় আমার স্পর্শ ছাড়া
অন্য কারো স্পর্শ চাইতোনা,
আজ সে ঠোঁট অন্য কারো স্পর্শে মাতোয়ারা।
যে মানুষটির সব কথা
আমি এক সময় অন্ধের মতো বিশ্বাস করে পূর্ণ করতাম,
আজ আমাকে দেয়া তার প্রতিশ্রুতি ভুলে
সাত পাকে বাধা পড়েছে অন্য কারো সঙ্গে।
যে মানুষটি
এক সময় আমার কিছুনা কথাতে
অনেক কিছু খুজতো,
আজ সে আমার শোকে, হয়না শোকাহত।
যে মানুষটি
এক মুহুর্ত কথা না হলে
পাগলের মতো হয়ে যেতো,
আজ সে দিব্যি ভালো আছে, আমাকে ভুলে।
যে মানুষটি এক সময় বলতো
আমি ছাড়া তোমার পাশে অন্য কাউকে দেখলে-
আমি মরে যাবো,
সে মাথা রাখে আজ অন্য কারো বুকে।