আমি মানুষ,
এর থেকে বড় পরিচয় আর কিছু আছে বলে
আমার বোধগম্য নয়।
আমি মানুষ পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি!
কেননা, রাস্তায় আমার কিছু হলে
ধর্ম আমাকে বাসায় পৌছে দিবেনা,
বরং- ধর্ম নিয়ে কথা বললে অধিকাংশ মানুষই আমায়
সাহায্য করতে আসবেনা।
ধর্মের কথা উঠলে
ভালো সম্পর্কেও ফাটল ধরে,
তবে কী দরকার
ধর্ম নিয়ে এত বারাবারি করে?
আমিতো খুব ভালোই আছি
মানুষ পরিচয়ে বাঁচি।
তাহলে ধর্ম থাকুক না ধর্মের জায়গায়
কী দরকার- ধর্মটাকে টেনে নেয়ার সর্বদায়?