আমি হাতিয়ার হয়ে
ভেঙ্গে চূর্ণ-বিচূর্ণ করে দিতে চাই
সেই ইট-পাথর,
যে ইট-পাথর দ্বারা গড়ে উঠে
অহংকারের স্তম্ভ।
আমি অগ্নি হয়ে
দাহ করে দিতে চাই সেই সমস্ত মন,
যে মনে বাস করে
অন্যের ক্ষতি করার প্রলোভন।
আমি ইচ্ছা হয়ে
উচ্চাকাঙ্খার উপর রাজত্ব করতে চাই,
যাহাতে উচ্চাকাঙ্খার ফলে
কেহ কষ্ট নাহি পায়।
আমি শৃঙ্খল হয়ে
কুসংস্কারের হাতে শৃঙ্খল পরিয়ে
তাকে বন্দি রাখতে চাই,
যাহাতে সমাজে কোনো
কুসংস্কার আর প্রবেশ করতে না পারে।
আমি মানষিকতা হয়ে
অমানষিকতার মাঝে
মানষিকতার বীজ বপন করতে চাই,
সমাজে কভু আর অমানবিক কার্য হবেনা
সেই প্রত্যাশায়।