তুমি গড়লে সুখের বাড়ি দু'তলা
পাশের বাড়ি না খেয়ে মরে,
তবুও ভ্রূক্ষেপ নেই!
দুখের মায়া অজান্তে বাড়ে।
তোমার ছেলে তোমার মেয়ে
তোমার বউ তোমার সংসার,
তোমার ধন তোমার গাড়ি
সব মিলে একদিন হবে অসাড়।
পাশের বাড়ির শিশুর ক্ষুধার কান্না
অ-আ-ক-খ না শেখার গল্প,
পাষাণী বায়ুর যন্ত্রণার নিঃশ্বাস
ধর্মপুরে ধর্ম অল্প।
সব কিছু নিয়ে বেদনার সমাজ,
তোমার সুখের ঘরেও যেচে করে প্রবেশ –
যাতনার বালুচর এক নিমিষে;
হবেই তা, যদি না কর মনোনিবেশ।
বন্ধু, বিজলীর ছোবল খেতে হবে না তোমায় নিজে
সে তোমায় একদিন ছোবল ঠিক মেরে দেবে,
জানা কথায় অজানার আবরণ
তোমার ঘুম একদিন সে সত্যিই কেড়ে নেবে।