স্বপ্ন যদি থাকে মনে
উড়াও ডানা সবুজ বনে,
বনের রাজা বৃক্ষ সেন
সদা বসে মন্ত্র দেন।

কাক ডাকে শেয়াল হাঁকে
তবুও তুমি সহজ বাঁকে,
মন্ত্রের ধ্বনি দীক্ষার টানে
যাবে তুমি সমুখ পানে।

ভিড়ের মাঝে ভালো তুমি
মানুষ পাবে তুমির আমি,
সেই আমি তুমি নও
মধুর খনি দেব-মৌ।