আমার আছে একটা দিব্য সিন্দুক,
জীবন, দায়িত্ব ও মৃত্যু–এই তিনটে মুদ্রা আছে তাতে;
তারা তিনজনই হল সিন্দুকের ঘনিষ্ঠ বন্ধু,
তাদের মিলিত কাজ আমায় তুষ্ট করে প্রতি প্রাতে।
একদিন আমি করলাম প্রশ্ন, "হে সিন্দুক, তুমি আসলে কে?"
সে উত্তর দিল, "আমি আর কেউ নই, তুমি স্বয়ং যে!"