বলা হচ্ছে–বিশ্বে এখন করনো মহামারী চলছে,
মানুষ দিশেহারা, হতাশায় মগ্ন, দুঃখের কথা শোনা যাচ্ছে।
করোনা তাড়াতে কিছু মানুষ শরণাপন্ন হল মাটির করোনা দেবীর সকাশে,
পুরোহিতমশাই মন্ত্র ঝাড়ল যেন করোনা দেবী থাকে সবার পাশে।
করোনা দেবীর অস্তিত্ব আগে ছিল না–তা সবাই জানে,
জন্মাল আরেক নতুন ঈশ্বরী রাজনীতির মহান দানে।
মানুষের মনে ভয়, দুর্নীতি ও ব্যবসার হুজুগে
হিন্দুর ঘরে জন্মেছে তেত্রিশ কোটি দেবতা এভাবেই যুগে যুগে।
মানুষ পূজা করে মাটির দেবতারে কুসংস্কার-মূঢ়তার
বশে,
করোনা দেবীর কি প্রয়োজন আছে মানবের দেশে?  
এই নাটকের কাহিনী লিখতে সাধ জাগল আমার মনে গতকাল,
অত করোনামঙ্গল সমাপন হল–বাঁচতে চাইলে, ধর শুধু মানবধর্মের হাল।