ভয় পেয়ো না – বন্ধু,
ভয় পেয়ো না।
মৃত্যু যদি সামনে আসে,
একবার হলেও তো –
তার ঘাড়ে ধরতে পারব।
হঠাৎ যদি বাতি নিভে যায়,
হৃদয় খুলে আগুন জ্বালব।
জেনো, প্রাণের দেবতা ভীত নন,
তবে তুমি কেন?
লড়ে যাও অবিরত –
যতদিন এ বিশ্বে আছ বেঁচে।
ঐ অগ্নিগিরি তোমার।
তোমারে বরণ করবে বলে
সে আজও অপেক্ষা করছে;
আর বলছে – "হে বীর, ভয় পেয়ো না।"