পুরাকালে এসেছিল এক জাতি –
'বাঙালী' তার মহা নাম।
বিদ্যা-বুদ্ধি-জ্ঞান-শিল্প-চর্চা
সবেতেই জগৎজোড়া অমর কীর্তিমান।
কোন্ সে নগর, কোন্ সে পুরী,
কোন্ সে বহর, কোন্ সে দিন –
বাঙালী বেঁচে ছিল না? বলতো ভাই একবার।
এত স্নেহ-এত টান-এত আশা প্রবাহিণী
এ বঙ্গেই নেচে গেলেন তাই য়ুরোপী অ্যান্টনী।
হ্যাঁ ভাই, আমি তোমার ইঙ্গিত বুঝি,
একতা তো? উত্তরে বলি আজ –
যে জাতির আলো ছড়িয়ে আছে সারা বিশ্বময়
ঠুনকো পাথর ঢিলে সে শেষ হবার নয়।
তবে আজি কিছু ভ্রমের শিশু বঙ্গ নাম ভুলে
মাঝ গঙ্গায় ডুবছে খানিক নিজ দোষের চালে।
এ দোষে হায় লাজ সবার যায়,
বড়ো ব্যথা এ মনে। তাতে কী?
হেরে যাইনি ভাই – ওই দেখ আলোর মশাল,
দেখেছ তো কার হাতে?
আরে, আমি-তুমি-সে।
সার্থক জীবন হে – সার্থক জীবন,
বাঙালী যে!