চারিদিকে উঠিল রব বীর সেনা মরিয়াছে,
বিদেশী গোলার সম্মুখে আপ্রাণ সে লড়িয়াছে।
এমন কথা শুনিয়া দেশের নেতা প্রধান
পাড়িল এক উক্তি-বীরগাথার হইল অপমান।
নেতা কহিল, "কিছুই হয়নি, সবই মিছে;
নির্বোধ জনতা সবে এমন রটনা রটাইয়াছে।"
যাইতেছিল এক পিপীলিকা তারই পাশ ধরি
চমকিয়া উঠিল সে দেখিয়া নেতার ভাঁড়ি।
পিপীলিকা ধিক্কারিল, "হে মৎস্য রুই,
খাইয়াছিলে সেদিন তুমি এক শত্রু বাচ্চা-কই;
আজি যবে তব সম্মুখে উদিল এক বিশাল বোয়াল,
ভয়ে কেন ভাঙ্গিয়া গেল তব দম্ভ চোয়াল!"