চাঁদ থেকেও সুন্দর যে,
মন থেকেও চঞ্চল যে,
বন থেকেও সবুজ যে,
প্রেমিকা আমার হবে সে।
দীপ থেকেও উজ্জ্বল যে,
বান থেকেও দুরন্ত যে,
মেঘ থেকেও শীতল যে,
প্রেমিকা আমার হবে সে।
ধরিত্রী থেকেও কোমল যে,
সীতা থেকেও পবিত্র যে,
দ্রৌপদী থেকেও কল্যাণী যে,
প্রেমিকা আমার হবে সে।